আজ আপনাদের সামনে ইউটিউবে বাংলা ভাষায় সবথেকে বেশি ভিউ পাওয়া গান গুলো তুলে ধরবো । যেহেতু বাংলা ভাষার গান; এটা আমরা বাংলা ভাষাভাষি ছাড়া বাহিরের মানুষ দেখবে না; তাই এসব গানের ভিউ এত আহামরি হয় না। তবে গানগুলো সারাদেশে অনেক জনপ্রিয় হয়।
1. বাংলাদেশের ইউটিউব ইতিহাসে প্রথম ১০০ মিলিয়ন এবং প্রথম ২০০ মিলিয়ন এর মাইলফলক ছোয়া গানটিই হবে এই লিস্টের প্রথম। গানটি হলো আরমান আলিফের গাওয়া “অপরাধী” গানটি। যার বর্তমান ভিউ হচ্ছে ২৮৬ মিলিয়ন
গানের লিংক : Click here
2. লিস্ট এর ২ নম্বরেও রয়েছে আরমান আলিফের ই গাওয়া গান যেটি হলো “নেশা” যার বর্তমান ভিউ ১৪৪ মিলিয়ন
গানের লিংক : Click here
3.লিস্ট এর ৩ নম্বরে রয়েছে “রঙবতী” গানটি যার ভিউ ১০২ মিলিয়ন
গানের লিংক : Click here
4. ৪ নম্বরে রয়েছে অরুন চাকলাদার ফিচারিং মেহেদি হাসানের গাওয়া গান “তোর মন পাড়ায়” যার বর্তমান ভিউ ৯৩ মিলিয়ন
গানের লিংক : Click here
5. ৫ নম্বরে রয়েছে শেখ সাদির “অ ললনা” গানটি যার ভিউ ৯০ মিলিয়ন
গানের লিংক : Click here
6. লিস্ট এর ৬ নম্বরে রয়েছে ইয়াং ট্যালেন্টেড আরমান আলিফের “বেইমান গানটি যার ভিউ ৮৩ মিলিয়ন
গানের লিংক : Click here
7. ৭ নম্বরে রয়েছে শিশুতোষ গান ” আয় রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে ” যার ভিউ ৮২ মিলিয়ন
গানের লিংক : Click here
8. এই নম্বরে রয়েছে জিসান খান শুভ এর গাওয়া গান “তোর মনের পিঞ্জিরায়” যার বর্তমান ভিউ ৮১ মিলিয়ন
গানের লিংক : Click here
9. এই নম্বরে রয়েছে শাকিব খানের “বসগিরি” সিনেমার “দিল দিল ” গানটি
যার ভিউ ৭৮ মিলিয়ন
গানের লিংক : Click here
10. এই নম্বরে রয়েছে অংকুর আহমেদ ফিচারিং জিসান আহমেদ শুভ এর “এক সুন্দরী মাইয়া” গানটি যার ভিউ ৬৫ মিলিয়ন
গানের লিংক : Click here
অনেক সার্চ করে গানগুলোর লিস্ট করা। কোনো ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন । আর গানের সাথে লিংক দেওয়া আছে চাইলে দেখতে পারেন।
ইশতিয়াক হাসান
©Royal Force 71