মিয়ানমারের নেত্রী অং সান সুচির আটক, সামরিক অভ্যুত্থান ও জরুরী অবস্থা ঘোষণার পর মিয়ানমারের সকল ব্যাংক বন্ধ করে দেয়া হয়েছে।
আজ রোজ সোমবার মিয়ানমারের সেনাবাহিনী দেশটিতে ১ বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। আবার তাদের এক জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে হিসেবে যুক্ত করা হয়েছে। মিয়ানমারের নেত্রী অং সান সুচি সহ মিয়ানমারের প্রেসিডেন্ট ও আরোও কয়েকজন মন্ত্রীকে আটকের পরে এই ঘোষণা করেন মিয়ানমার সেনাবাহিনী।
অং সান সুচি সহ বাকি মন্ত্রী দের আটকের পরে মিয়ানমারের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়। স্থানীয় এক নাগরিক সংগঠন জানিয়েছেন, আজ সোমবার ভোরে টেলিযোগাযোগ ব্যাহত হয় এবং মিয়ানমারের রাজধানীতে ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়েছে।
মিয়ানমারের ব্যাংক অ্যাসোসিয়েশন এর পক্ষ হতে সকল ব্যাংক বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। ব্যাংক বন্ধের কারণ হিসেবে ইন্টারনেট নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার কথা বলা হয়েছে।