দেশের প্রথম বোলার হিসেবে ১৫০ উইকেট করার রেকর্ড করেছেন সাকিব আগেই। এবার তার চেয়েও এগিয়ে বিশ্ব সেরা স্পিনার এর খাতায় নাম লেখালেন।
এইতো কিছুদিন আগেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন সাকিব। এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলে তার উপস্থিতির ভালোই জবাব দিয়েছেন তিনি।
ক্যারিবিয়ানদের বিপক্ষে ১ম ওয়ানডে ম্যাচে তার অসাধারণ পারফরমেন্স আমরা সকলেই দেখেছি। তারপর আবআর ২য় ম্যাচে ও তিনি তুলে নেন আরোও ২ টি উইকেট এবং টপকে গিয়েছেন লঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরনকে।
নিজের দেশের মাটিতে সবচেয়ে বেশী উইকেট নেওয়ার রেকর্ডে সাকিবের অবস্থান ৪র্থ এবং উইকেট সংখ্যা ১৫৫। তার আগে ৪র্থ স্থানে ছিলেন লঙ্কান কিংবদন্তী স্পিনার মুত্তিয়া মুরালিধরন যার উইকেট সংখ্যা ১৫৪। তার আগে রয়েছেন যথাক্রমে শন পোলক, ব্রেট লি, ম্যাকগ্রার।
সুতরাং দেখাই যাচ্ছে যে, স্পিনারদের মাঝে প্রথমে রয়েছেন সাকিব।
এদিকে সাকিবের পরে ঘরোয়া মাটিতে সর্বোচ্চ উইকেট নিয়েছেন মাশরাফী। তার উইকেট সংখ্যা ১৪৭ টি।