বর্তমানে পর্ন ভিডিও এর আসক্তি বেড়েই চলেছে। অনেকে চেষ্টা করেও এই আসক্তি হতে মুক্তি পাচ্ছেনা। আবার আপনারা অনেকে নিজের ছেলে-মেয়ে , ভাই-বোন কে এসব থেকে দূরে রাখতে চান। নিচের ধাপগুলো অনুসরণ করলে আপনার ব্যবহার করা ফোনের ব্রাউজার এ পর্নো ওয়েবসাইট আসবেনা সার্চ করার পরেও।
- ধাপঃ১
প্রথমে আপনার ফোনের ব্রাউজারে প্রবেশ করে google.com এ প্রবেশ করুন। তারপর নিচে লেখা Settings এ ক্লিক করুন।
-
ধাপঃ২
এবার “Search Settings” অপশনে ক্লিক করুন।
- ধাপঃ৩
এখন “Hide explicit result” ও “Do not autoplay” এই দুটি অপশন সিলেক্ট করুন।
এবার আপনি আপনার ব্রাউজার এ সার্চ করেও কোনো পর্নোগ্রাফি ওয়েবসাইট খুজে পাবেন না। এডাল্ট কন্টেন্ট হাইড করার এই পদ্ধতি খুবই কার্যকর। ধন্যবাদ।
For more information contact to our official facebook page: Royal Force 71
ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য