“ফেসবুক একাউন্ট ভেরিফাই” আমাদের কাছে খুবই কমন একটি বাক্য। আজকাল ফেসবুক ব্যবহারকারীদের কাছে ফেসবুক একাউন্ট একাউন্ট টিকিয়ে রাখা যেন এক যুদ্ধের মত হতে দাঁড়িয়েছে। ফেসবুক একাউন্ট ডিজেবল হয়ে গেলে কীভাবে তা ফিরে পাবেন তা নিচে বর্ণনা করা হলো।
ফেসবুক একাউন্ট ডিজেবল কেন হয় ?
ফেসবুক ব্যবহারকারীদের জন্য ফেসবুক কমিউনিটি কিছু নিয়ম রেখেছে। ঐসব নিয়ম যদি আপনি ভংগ করে থাকেন তবেই তারা আপনার একাউন্টটি ডিজেবল করে দিবে। যেমনঃ ১৮+ কন্টেন্ট, কপিরাইট কন্টেন্ট, ফেইক একাউন্ট, জঙ্গি দের ছবি ব্যবহার ইত্যাদি।
ফেসবুক একাউন্ট ভেরিফাই কী?
আপনার ফেসবুক একাউন্ট ডিজেবল হয়ে যাওয়ার পর ফেসবুক আপনার কাছে আপনার পরিচয় পত্র চাইবে। যদি আপনি পরিচয় পত্র সাবমিট করে আপনার আকাউন্টটি ফিরে পেতে সক্ষম হয়ে থাকেন তবে আপনার একাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে।
কী ধরণের পরিচয় পত্র লাগবে?
সাধারণত যেসকল পরিচয় পত্রে আপনার ( নাম, ছবি ও জন্মতারিখ ) থাকে সেসকল পরিচয়পত্র তারা গ্রহণ করে। যেমনঃ ( ভোটার আইডি কার্ড , ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, কলেজ আইডিন্টিটি কার্ড ইত্যাদি)
বিঃদ্রঃ পরিচয় পত্রের নাম ও জন্মতারিখের সাথে আপনার ডিজেবল হয়ে যাওয়া ফেসবুক একাউন্টের নাম ও জন্মতারিখ মিলতে হবে। নয়তো আপনি আইডি ফিরে পাবেন না।
আপনার একাউন্ট ডিজেবল হয়ে গেলে কীভাবে বুঝবেন?
সাধারণত নতুন আপডেটের পর একাউন্ট ডিজেবল হয়ে গেলে আপনার সামনে একটি পেইজ আসবে যেখানে বড় করে লেখা থাকবে “Upload Your ID” আর নিচে একটি ফটো তোলার / সিলেক্ট করার অপশন থাকবে। পেইজটির একটি স্ক্রিনশট নিচে দেয়া হলোঃ
তারপর আপনার পরিচয়পত্রটির একটি ছিবি তুলে সাবমিট করে দিন কোনো প্রকার ভিপিএন ছাড়া। ৩ দিনের ভিতর আপনি আপনার ইমেইল-এ একটি মেসেজ পেয়ে যাবেন। যদি আপনার পরিচয় পত্রটি সঠিক হয়ে থাকে এবং আপনার ফেসবুক আইডি এর নাম ও জন্মতারিখ এর সাথে মিলে থাকে তবে আপনি আপনার আইডি ফিরে পাবেন।
ধন্যবাদ।
For more information contact to our official facebook page : Royal Force 71
তথ্য গুলো খুবই দরকারী।
আমাদের এভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ